আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।—
শেখ মুজিবুর রহমান
যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।—
ডঃ লুৎফর রহমান
বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।—
আল হাদিস
জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।—
পবিত্র গীতা
এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।—
আইনস্টাইন
হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশী ভাবতে হয়।—
পিথাগোরাস
আমার সম্পর্কে
আমি
আজিজ
, আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমি বাঙালির অখণ্ড জাতীয়তায় বিশ্বাসী। এক
বাঙালি
দুই দেশ
, মানতে আমার দ্বিধা হয়। "
হিন্দি
আমাদের
রাষ্ট্রভাষা
"
এই মিথ্যা প্রচারের বিপ্রতীপে আমি, ভারতে বাংলা সহ সব ভাষার সমান মর্যাদার দাবি করি। আমি যে কোন ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। এছাড়াও আমি এই স্বপ্ন দেখি যে একদিন
বঙ্গদেশের
বক্ষ থেকে
কাঁটাতারের ব্যাড়া
ভেঙে
সোনার বাংলা
এক হবে। এখনও শুধু স্বপ্নই দেখছি,
সাহস চাই
। এর জন্য
নিখিল বঙ্গের
সকল বাঙালিকে স্বাগত জানাই।
যদি কোন কারণে আপনি আমার সাথে আলাপ করতেচান তাহলে আমার
আলাপ পাতায়
বা ইবার্তাও পাঠাতে পারেন।
ধন্যবাদ!!
আজিজ
আমার কাজ
আমি একজন বাঙালি হিসেবে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ দেখতে চাই; আর এই স্বপ্নকে বাস্তবিক রূপদান করতেই উইকিপিয়ায় আমার সাধ্য মত অবদান রাখার চেষ্টা করছি।